জব্বারের বলি খেলার ১১৬তম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলা’২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লার বাঘা শরীফ। আজ ২৫ এপ্রিল শুক্রবার ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গতঃ চট্টগ্রামে বলীখেলা নামে পরিচিত এই কুস্তি খেলার প্রতিযোগিতাটি শুরু করেন চট্টগ্রাম নগরীর বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর।
১৯০৯ সালে এই বলীখেলার প্রথম সূচনা হয় এবং অদ্যাবধি এই বলীখেলা চালু আছে। এরই ধারাবাহিকতায় এবছর বসেছে ঐতিহাসিক এই বলীখেলার ১১৬ তম আসর।