আশাশুনির কাদাকাটি হাই স্কুলকে প্রধান শিক্ষকের করাল গ্রাস থেকে রক্ষার্থে আলোচনা সভা

আশাশুনির কাদাকাটি হাই স্কুলকে প্রধান শিক্ষকের করাল গ্রাস থেকে রক্ষার্থে আলোচনা সভা

আশাশুনির কাদাকাটি হাই স্কুলকে প্রধান শিক্ষকের করাল গ্রাস থেকে রক্ষার্থে আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি।আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়কে প্রধান শিক্ষক ও তার দোসরদের করাল গ্রাস থেকে রক্ষার উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) বিকালে কাদাকাটি হাজীরহাট খোলা চান্নী সেট চত্বরে এ সভার আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক বদিউজ্জামান ও তার সহযোগীদের করাল গ্রাস থেকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়কে রক্ষার উপায় নিয়ে করণীয় নির্ধারণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ কে এম ফজলুল হক। কাদাকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এ কে এম মোতাহার হোসেন সজল,সাবেক মেম্বার আলহাজ্ব নূরুল ইসলাম মালী,জহুরুল হক,মেম্বার বশির আহমেদ টুকু,অধ্যাপক হাবিবুল্লাহ বাহার,সাবেক মেম্বার আবু হাসান বাবু,সাজ্জাদুল হক টিটল,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন,শিক্ষক একরামুল হক,সাবেক মেম্বার মফিজুল হক,পিন্টু,মুজিবর রহমান প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন সবুজ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আঃ মালেক। বক্তাগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি,ডিসি ইউএনও’র নির্দেশনা অমান্য করে অর্থের বিনিময়ে বই নির্বাচন,এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের থেকে বাধ্যতামূলক অবৈধ অঙ্গীকার নামায় স্বাক্ষর নিয়ে দুর্নীতি করা,এলাকায় শত শত যোগ্য ব্যক্তি থাকা স্বত্তেও বহিরাগতকে এডহক কমিটির সভাপতি বানানোর প্রতিবাদ জানিয়ে প্রতিরোধের ঘোষণা প্রদান করে কঠোর ভাষায় বক্তব্য রাখেন।

More News...

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।

আক্কেলপুরে বেড়েছে ডায়রিয়া রোগী,স্যালাইন সংকট হাসাপাতালে.