চট্টগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার : ৩ শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার : ৩ শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার : ৩ শিক্ষক গ্রেফতার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ফটিকছড়িতে ১২ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬ এপ্রিল ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সিটি সেন্টারের ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসায় এ বলাৎকারের ঘটনা ঘটে। আজ ২৮ এপ্রিল সোমবার সকালে তিন শিক্ষককে গ্রেফতার করে ফটিকছড়ি থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন— রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম (২৪) এবং উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো. শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

ওই শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা জানান, গত ২৬ এপ্রিল থেকে তাকে বলাৎকার করা হয়। সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তার মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিন শিক্ষকদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষককে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

More News...

ফটিকছড়িতে পাঁচ পাড়া সমাজের বৈঠকে শাহজাহান মেম্বার সমাজচ্যুত

সাতক্ষীরা-৩ আসন জামায়াতের নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত