কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা  

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা  

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা  

মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা আজ বুধবার  অনুষ্ঠিত হয়েছে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন  কালিয়াকৈর থানার  তদন্ত কর্মকর্তা জাফর আলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সম্রাট, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন উপজেলার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করেন।

এ এছাড়া সমন্বয় সভার সকল সদস্যদের উপজেলার উন্নয়নের জন্য স্বস্ব দপ্তর প্রধানদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

More News...

“বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও মিথ্যা মামলার ভয়াবহ অভিযোগ: তদন্ত দাবি নাগরিকদের”

আশাশুনির প্রতাপনগরে পরীক্ষা কেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন করলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব)…….শেখ মইনুল ইসলাম।