পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী ( স) উপলক্ষে মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) ও তদীয় প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মৌলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপী (ক.) স্মরণে ১১তম মিলাদ মাহফিল ও খৎনা এবং কর্ণ ছেদন ফি ক্যাম্প ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার বাদে মাগরিব উত্তর আনোয়ারাস্থ গুয়াপঞ্জক চত্বরে অনুষ্ঠিত হয়। খৎনা ও কর্ণছেদন ক্যাম্প সকাল ৮টা হতে শুরু হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপী (ক.) রাহনুমায়ে শরীয়ত, পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব শাহ্সূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ক.)।
বিশেষ মেহমান হিসেবে ছিলেন আওলাদে চরণদ্বীপী মাইজভাণ্ডারী লেখক ও গবেষক হযরতুল আল্লামা পীরজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী (ম.)। উদ্বোধক হিসেবে ছিলেন আওলাদে চরণদ্বীপী শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ্ ফারুকী। সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তার এর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজীন হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম নূরী।
সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মীর মোশারফ হোসেন, মেজবাহ উদ্দিন শওকত, আবুল হোসেন সওদাগর, জসিম উদ্দিন কন্ট্রাক্টর, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মো. আবদুল মন্নান কবিরাজ, হাজী মো. জামাল উদ্দিন খান, জাহাঙ্গীর আলম কোম্পানী, লায়ন মো. হেলাল উদ্দিন, হাজী মো. ইউনুছ, হাজী মো. জাহাঙ্গীর আলম সওদাগর, মো. জাকির হোসেন, মো. আবদুল ওয়াদুদ প্রমূখ।