খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডোমারে বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডোমারে বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডোমারে বিএনপির মানববন্ধন

সোহেল রানা,ডোমারঃ

নীলফামারীর ডোমারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি এবং ‘মিথ্যা ও গায়েবি’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

রোববার (৪ মে) দুপুর ১২টায় ডোমার বাজারের রেলগেট মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, “শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। এসব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে উত্তরবঙ্গ অচল করে দেওয়ার মতো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

More News...

জামালপুরে ফজলুল হকের পাঁচ তালা বিল্ডিং এর ২য় তলার ইউনিটে ৫০ পিচ ইয়াবা সহ ৪ নারী গ্রেফতার 

কাহালুর জামগ্রামে কৃষকের ধান কেটে নিল কৃষকলীগ নেতা সালাম