নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি রোধকল্পে মেহেন্দিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে যাওয়া গজারিয়া নদীতে মালবাহী বিভিন্ন নৌযানে ডাকাতি ও চাঁদাবাজি রোধকল্পে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রামপুলিশ সদস্য ও সূধীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় দড়িরচর খাজুরিয়া স্বতন্ত্র হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার আয়োজন করেন, কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। এতে সভাপতিত্ব করেন, কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ম. এনামুল হক পিপিএম-(সেবা)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি হলো সমাজের ঘূনীত কাজ। যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহবান জানাই। তিনি আরো বলেন,সন্তানকে নিয়ে মা-বাবার স্বপ্ন থাকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যত। কিন্তু যারা এভাবে সন্তানকে বেপথে চলতে দেখেও হাত গুটিয়ে নিশ্চুপ বসে আছেন, এই সন্তানের জন্যই আপনাকে একদিন সমাজ রাষ্ট্রের কাছে অপমানিত হতে হবে। তাই সময় থাকতে আপনার সন্তানকে সুপথে ফিরিয়ে আনুন, সহযোগিতার প্রয়োজন পড়লে এলাকাবাসী, আইন শৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত আছে। অপরদিকে সভাপতির বক্তব্যে কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ম. এনামুল হক বলেন, দীর্ঘদিন থেকে মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়ার গজারিয়া নদীতে ডাকাতি ও চাঁদাবাজি করছে স্থানীয় ১৫/২০ জন যুবক। যাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় কিন্তু তারা জেল থেকে বেরিয়ে এসে আবারও নদীতে ডাকাতি, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে। এদেরকে কোনো ভাবেই থামানো যাচ্ছেনা। আর সে কারনেই আজ এলাকাবাসীকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন। যদি এদের অভিবাবকসহ এলাকাবাসী এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এদের ধমন করা সম্ভব নয়।আর যদি আইন শৃঙ্খলা বাহিনী মরণ কামড় শুরু করে তাহলে এদের সাথে অভিবাবকদেরকেও সহযোগী হিসেবে আইনের কাঠগড়ায় ধার করানো হবে। অতএর নিজেদের ভালো চাইলে পরিবার থেকেই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। সহযোগিতা লাগলে আমরা আপনাদের পাশে আছি। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ থানার এসআই ও দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বিট অফিসার বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন নান্নু সিকদার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন আকন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল হাসেম, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বয়াতিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকার বিশিষ্টজনেরা। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন নান্নু সিকদারকে আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঐ এলাকা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চুরি হওয়া গরু উদ্ধার এবং গজারিয়া নদীতে টহলরত আইন-শৃঙ্খলা বাহিনীর উপর একাধিকবার হামলা এবং ঐ রুটে চলাচলকারী মালবাহী নৌযানে ডাকাতি চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় এই মতবিনিময় সভার আয়োজন করেন নৌ-পুলিশের পক্ষ থেকে।