পূবাইলে দাঁতের ভুল চিকিৎসায় থানায় অভিযোগ

পূবাইলে দাঁতের ভুল চিকিৎসায় থানায় অভিযোগ

পূবাইলে দাঁতের ভুল চিকিৎসায় থানায় অভিযোগ

রাজু আহমেদ(গাজীপুর জেলা) প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে দাঁতের ভুল চিকিৎসার অভিযোগ এনে পূবাইল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। গত মঙ্গলবার (৬ মে) বিকাল সাড়ে ০৪ টার দিকে এঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন- পূবাইলের বড় কয়ের এলাকার ব্রজেন্দ্র দাসের ছেলে বিভেক চন্দ্র দাস (৪০)। অপরদিকে অভিযূক্ত চিকিৎসক হলেন- মিরের বাজার এলাকার সরকারী মেডিকেল রোডের রোদ ডেন্টাল সার্ভিসের চিকিৎসক মোঃ লিমন বৈরাগী (৪২)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মুখের বাম চাপার উপরের পাটির একটি দাঁতের সমস্যা হওয়ায় দাতের এই চিকিৎসকের চেম্বারে গিয়ে দাতের সমস্যার কথা খুলে বলে। এসময় ভুক্তভোগীর বাম চাপার উপরের পাটির একটি দাত তুলে ফেলে। কিন্তু দাঁত তুলিলেও গোড়ালী মারিতে রেখে দেয়। যার ফলে ভুক্তভোগীর মারিতে প্রচন্ড ব্যাথা-বেদনা সৃষ্টি হয়। এরপর পুনরায় গোড়া উঠাইয়া নিলেও মারিতে দাঁতের গোড়া থেকেই যায়। ভুক্তভোগীকে এমন চিকিৎসার কারনে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এঘটনায় থানায় অভিযোগ দায়ের করে।

এবিষয়ে অভিযুক্ত চিকিৎসক লিমন বৈরাগী জানান, বিভেকের অভিযোগ দায়েরের বিষয়টি উনি জানেন, বাম চাপার উপরের পাটির একটি দাত তুলে ফেলে। কিন্তু দাঁত তুলিলেও গোড়ালী মারিতে থাকার বিষয়টি স্বীকার করেন। বিভেককে এক্সরে করার পরামর্শ দেন। কিন্তু বিভেক চিকিৎসা নিতে আসে নি। এই চিকিৎসক মানিকগঞ্জে পল্লী স্বাস্থ্য মেডিক্যাল ইনস্টিটিউট থেকে দাঁতের চিকিৎসা করার জন্যে ৪ বছরের ডিপ্লোমা কোর্স করেন।

এসংক্রান্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

More News...

কুড়িগ্রামে জমি বিরোধে পিতা কর্তৃক কন্যা হত্যা

আওয়ামী লীগের সাবেক ছাএলীগের সহ-সভাপতি কামরুজ্জামান সবুজের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ