গাজীপুরে চাঁদাবাজি নয়, ছিল এনজিও কর্মীর পাওনা টাকার সালিশ: ১০ জন আটক, পরে আপোষে মুক্ত
স্টাফ রিপোর্টার (গাজীপুর)
গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় ‘চাঁদাবাজি অভিযোগে আটক ছাত্রদল ও যুবদল সংশ্লিষ্ট ১০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগটি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। রোববার (১১ মে) দুপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া এসব নেতাকর্মীকে রাতেই গাজীপুর সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে, কারণ এটি যে প্রকৃতপক্ষে এক এনজিও কর্মীর পাওনা টাকা আদায়ের বিষয় ছিল, তা একটি লিখিত আপোষনামায় স্বীকার করেছেন বাদী পক্ষ নিজেই।
পুলিশ জানায়, গাজীপুর নগরের হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে গিয়ে শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে জানা যায়, বিষয়টি ছিল এনজিও কর্মী শাহিন মিয়ার পাওনা টাকা সংক্রান্ত।
জানা যায়, এনজিও মালিক মহিবুল আলম পূর্বে তার কর্মী হিসেবে দায়িত্বে থাকা শাহিন মিয়ার কাছ থেকে সিকিউরিটি বাবদ একটি ব্ল্যাঙ্ক চেক নিয়েছিলেন। পরবর্তীতে চাকরি ছাড়ার পর সেই চেকে ১০ লাখ টাকা বসিয়ে আদালতে মামলা করেন তিনি। বিষয়