নদীভাঙন রোধে চাঁনপুরে পাশে দাঁড়ালেন মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন
২৫ মে ২০২৫ রোজ মঙ্গলবার ,নদীভাঙনের করাল গ্রাসে যখন বিপর্যস্ত চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষ, তখন তাঁদের পাশে দাঁড়ালেন মানবিক নেতা, আইনজীবী,সমাজসেবক ও বিএনপি নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন।
মঙ্গলবার বিকেলে তার পক্ষে সরেজমিনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন একদল মানবিক কর্মীগণ এবং ভাঙন কবলিত এলাকার লোকজনের খোঁজখবর নেন। স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে মানবিক নেতার পক্ষে মোঃ রফিকুল ইসলাম মুন্সি বলেন, “নদীভাঙন শুধু ভৌত ক্ষতি নয়, এটি মানুষের মনোবলকেও ভেঙে দেয়। আমাদের নেতা সবসময় এই অসহায় মানুষের পাশে আছেন এবং থাকবেন।”
স্থানীয়রা জানান, বিগত কয়েক বছরে এভাবে কেউ পাশে দাঁড়ায়নি। এডভোকেট হেলাল উদ্দিন শুধু আশ্বাস দেননি তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিবেন এটাই আমাদের আশা
রফিকুল ইসলাম মুন্সি আরও বলেন, “এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হবে। একই সঙ্গে আমাদের নেতার নিজ উদ্যোগেও যা করা সম্ভব, তা করে হবে।”
চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণ এসময় তাঁর সাথেই ছিলেন। এলাকার মানুষের মুখে ছিল কৃতজ্ঞতার ছাপ।
মানুষের প্রতি এডভোকেট এম হেলাল উদ্দিন এর এই আন্তরিকতা ও জরুরি সময়ে সক্রিয়তা আবারও প্রমাণ করে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক নেতাও।