কেরানীগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ সড়ক ও জনপদের জায়গা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর আড়াই টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। অভিযানে নেতৃত্বদেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
এসময় সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ ও উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন এর উপস্থিততে সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাপুলিশ।
স্থানীয়ারা জানানা, রোববার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ দখলদারদের সরে যেতে বলা হলেও তারা সরে যায়নি। অবৈধ দখলদারদের কারণে আব্দুল্লাপুরে চলাচল করতে অসুবিধা হয় এবং দীর্ঘ যানজট লেগেই থাকে এখানে। এদিকে ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারী ও এলাকাবাসী আনন্দিত।