সিওক হেলথকেয়ার”এর সাথে চীনের মডার্ন ক্যান্সার হসপিটালের চুক্তি স্বাক্ষর।

সিওক হেলথকেয়ার”এর সাথে চীনের মডার্ন ক্যান্সার হসপিটালের চুক্তি স্বাক্ষর।

সিওক হেলথকেয়ার”এর সাথে চীনের মডার্ন ক্যান্সার হসপিটালের চুক্তি স্বাক্ষর।

ঢাকায় ‘সিওক হেলথকেয়ার’ আনুষ্ঠানিকভাবে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর সার্ভিস অফিস হিসেবে স্বীকৃতি পেলো।

বুধবার ২৫শে জুন রাজধানীর একটি হোটেলে বাংলাদেশী স্বনামধন্য স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান “সিওক হেলথকেয়ার” এর সাথে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সিওক হেলথকেয়ার চীনের সেরা ক্যান্সার স্পেশালিস্ট হসপিটালের বাংলাদেশ সার্ভিস অফিস হিসেবে স্বীকৃতি পেলো।

এই অর্জন বাংলাদেশ ও চীনের মেডিকেল সেক্টরে মাইলফলক হিসেবে কাজ করবে। এখন থেকে সিওক হেলথকেয়ার বাংলাদেশের সার্ভিস অফিস হিসেবে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু এর রোগীদের বিভিন্ন সেবা প্রদান করবে যেমন- ঘরে বসে ভিডিও কলে বিদেশী স্বনামধন্য ডাক্তারের পরামর্শ নেয়া, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভিসা ইনভাইটেশন লেটার, পূর্ব থেকে চিকিৎসা ব্যয় সম্পর্কে ধারণা লাভ, থাকা খাওয়ার ব্যবস্থা, এমনকি দোভাষীর ব্যবস্থাও সিওক হেলথকেয়ার করে দিবে।

ফলে উন্নত চিকিৎসা প্রার্থীরা পূর্বেই একটা প্রস্তুতি নিতে যেতে পারছেন এবং যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সময়কালে সম্পূর্ণ যাত্রায় বিশেষ একটা সাপোর্ট পাচ্ছে একদম বিনামূল্যে। এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রায় ৫০+ বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশনের সদস্যবৃন্দ, ট্রাভেল এজেন্সি ও কয়েকজন ডাক্তার। আশা করছি ভবিষ্যতে বাংলাদেশ ও চায়নার মেডিকেল সেক্টর আরো দীর্ঘায়িত ও সু-সম্পর্ক গড়ে উঠবে।

উল্লেখ্য, সিওক হেলথকেয়ার প্রধান কার্যালয় বা তথ্যসেবা কেন্দ্র ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এছাড়াও খুলনা, যশোর,সাতক্ষীরা, বরিশাল ও রংপুরে আঞ্চলিক তথ্যসেবা কেন্দ্র রয়েছে।