দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে মানবাধিকার সুরক্ষায় ও নজর দিতে হবে। 

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে মানবাধিকার সুরক্ষায় ও নজর দিতে হবে। 

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে মানবাধিকার সুরক্ষায় ও নজর দিতে হবে। 

নগর প্রতিবেদকঃ

বিগত ৩০শে জুন, রোজ সোমবার সকাল ১০.৩০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি মিলনায়তনে “আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির” একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সংগঠনের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম মহাসচিব মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধী ভিক্ষু বলেন- দুর্নীতি আমাদের সমাজের সকল স্তরকে খুরে খুরে খাচ্ছে। দুর্নীতি নামক ব্যাধি থেকে জাতিকে মানবাধিকার সুরক্ষা করতে হলে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সুন্দর মনের মানুষ ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। তাই আগে সুন্দর মনের মানুষ হতে হবে। এক কথায়- দেশ ও জাতিকে মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো বিকল্প নেই।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি ও লেখক মাহমুদুল হাসান নিজামী তাঁর বক্তব্যে বলেন, মানুষের মানবিক মূল্যবোধ রক্ষাই মানবাধিকার। এই অধিকার যারা নষ্ট করে তারা মানুষ নামের পশু। পশুত্ব থেকে রক্ষা করতে সুন্দর মনের মানুষ প্রয়োজন। আজকের সমাজে সুন্দর মনের মানুষেরই অভাব। এ অভাব দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উদ্ভোধনী বক্তব্যে বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক ও প্রতিষ্ঠাতা গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ ফাউন্ডেশনের মোহাম্মদ মিজানুর রহমান বলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ডঃ ইউনূসের নেতৃত্বাধীন চলমান অন্তর্বর্তীকে নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে হলে, মানবাধিকার সুরক্ষার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। উক্ত আলোচনা সভায় ডেইলী প্রেজেন্ট টাইমসের প্রধাণ সম্পাদক ও বাংলাদেশ এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক জালাল বলেন- আজকের বাংলাদেশে রাজনৈতিক বিবেচনা না রেখে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে হবে। কারণ রাজনৈতিক বিবেচনার জন্যে অনেক বড় বড় দুর্নীতিবাজ আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার সেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষার দিকেও নজর দিতে হবে।

 

উক্ত আলোচনা সভায় সভাপতির সমাপণী বক্তব্যে এ সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন- আমাদের দেশের দুর্নীতি এমন পর্যায় পৌছেছে যে, সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর মানবাধিকার তো প্রতিনিয়ত প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। যার ফলশ্রুতিতে মানবাধিকারের সুরক্ষায় সদা তৎপর থেকে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই মানবাধিকারের সুরক্ষা ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। অনেকের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিনিয়র ক্রীড়া সাংবাদিক মতিউর রহমান লাল্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ফয়েজুর রহমান (সাগর), ম্যানেজিং কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ ইসমাইল হোসেন জনি ও কবি টিমুনী খান প্রমুখ।