নারায়নগঞ্জে রহমান শপিং কমপ্লেক্স নির্মাণে ভূমিদস্যু সিন্ডিকেটের বাঁধা

নারায়নগঞ্জে রহমান শপিং কমপ্লেক্স নির্মাণে ভূমিদস্যু সিন্ডিকেটের বাঁধা

নারায়নগঞ্জে রহমান শপিং কমপ্লেক্স নির্মাণে ভূমিদস্যু সিন্ডিকেটের বাঁধা

‎এইচ এম রহমাতুল্লাহ:
‎নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ৫৩.৫ শতাংশ বৈধ মালিকানাধীন জমিতে রহমান শপিং কমপ্লেক্স নির্মাণাধীন রয়েছে। দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে এই জমির মালিকানা বৈধ দলিল, নামজারী ও খাজনা অনুসারে মোহাম্মদ আলী গং-এর নামে রয়েছে। এ জমির সিএস, এসএ এবং আরএস রেকর্ড যথাক্রমে দাগ নং ১৬২, ২২৫, ২২৬ ও ২২৯-এর অন্তর্ভুক্ত।
সম্প্রতি এই জমি ও নির্মানাধীন স্থাপনা দখলের চেষ্টা ও চাঁদা দাবী করে আসছে ভুমিদস্যু কামাল-মনির সিন্ডিকেট। এব্যাপারে সিদ্দিরগঞ্জ থানায় সাধারর ডায়েরী সহ জেলা প্রশাসক ও ভুমি মন্ত্রনালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

‎অভিযোগ সুত্রে জানা গেছে, সম্প্রতি একদল চিহ্নিত ভূমিদস্যু এবং চাঁদাবাজ সিন্ডিকেট জমি মালিক মোহাম্মদ আলী গংদের নির্মাণাধীন রহমান শপিং কমপ্লেক্সের নির্মান কাজে বাধা প্রদান করছে। এদের মধ্যে চিহ্নিত ভূমিদস্যু এবং চাঁদাবাজ সিন্ডিকেট রয়েছেন: সানাড়পাড় এলাকার হাফিজউদ্দিনের ছেলে কামাল(৪৬), মনতাজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনির(৫৫), মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ রুবেল(৪৪), আজগর আলীর ছেলে ফিরোজ মিয়া(৫৩), জামাল খানের ছেলে মতিন খান(৫৪), আওয়ামী লীগ নেতা শাওন, সৈয়দ হোসেন। ‎তারা মোটা অঙ্কের চাঁদা (প্রায় ৫ কোটি টাকা) দাবি করে আসছে এবং জমির মালিকদের হুমকি প্রদান করছে। ‎গত ২জুলাই-২০২৫ তারিখে অভিযুক্তরা রহমান শপিং কমপ্লেক্স নির্মাণাধীন স্থানে অবৈধভাবে সাইনবোর্ড টানিয়ে দখলচেষ্টা করে। ‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের হস্তক্ষেপে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়, কিন্তু নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ‎মালিক পক্ষের প্রতিনিধি মামুনুর রহমান বলেন: “আমরা কারো সাথে দ্বন্দ্ব চাই না। কিন্তু যদি সঠিক দলিল থাকে, তাহলে জমি ছেড়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। অথচ গত ৩৫ বছরেও কেউ একটি বৈধ কাগজ দেখাতে পারেনি।” ‎ভূমিদস্যুরা দলিল ছাড়াই সম্পত্তির উপর দাবি করছে। অথচ গত ৩৫ বছরেও তারা একটি বৈধ দলিল দেখাতে পারেনি। ‎তাদের ভাষ্য: “আমাদের কাছে কাগজ আছে।” ‎কিন্তু বারবার চাওয়ার পরেও সেই তথাকথিত কাগজ উপস্থাপন করতে পারেনি।

এলাকার বাসিন্দারা জানান ‎“এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তারা শুধুই হুমকি দিয়ে, গায়ের জোরে চাঁদা আদায় করতে চায়।” ‎“ভূমিদস্যুরা জমির কাগজ দেখাতে পারে না, অথচ কোটি কোটি টাকার দাবি করে।” ‎“প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
‎সানারপাড়ের রহমান শপিং কমপ্লেক্স নির্মাণ কেবল একটি বাণিজ্যিক প্রকল্প নয়, এটি এই এলাকার উন্নয়নের একটি প্রতীক। ভূমি দস্যুদের দস্যুতা ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এবং সচেতন নাগরিকদের সোচ্চার অবস্থানই পারে এই উন্নয়নকে বাস্তবায়িত করতে। এখন সময় এসেছে, সুষ্ঠু দলিল ও মালিকানার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে রুখে দাঁড়ানোর।

এব্যাপারে রহমান শপিং কমপ্লেক্স নির্মাণে বাধাদানকারী ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসক এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়। ‎এই অভিযোগে দলিলভিত্তিক মালিকানা, দখলচেষ্টা, হুমকি ও চাঁদা দাবি সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয় এবং ‎সিদ্দিরগঞ্জ থানায় দায়েরকৃত জিডি নং: ১৮৯৪/২৫।