মির্জাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি হলেন লাভলু সিদ্দিকী
মো. শান্ত মিয়া , টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি লাভলু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান। শনিবার (১২ জুলাই) বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপন এক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ১ জুলাই ২০২৫ হতে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত ৪৯ জন সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।
নবাগত কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাদা আল শাকির সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মইন উদ্দিন, মো. আফজাল হোসেন, মো. লাভলু শিকদার, মো. এছাক আলী, বাইজিদ আল রিফাই, তারেক রেজা, সিয়াম আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মাহবুব সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ এনায়েত হোসেন, জান্নাতুল ইসলাম, আব্দুর রশিদ তালুকদার, মো. সাদিকুর রহমান ভূঁইয়া, আতাউল্লাহ বুখারী, মো. শাহ নেওয়াজ, অর্থ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান, ইমরান সিদ্দিকী, সোহেল খান, আন্তর্জাতিক সম্পাদক মো. সুমন খান, শিক্ষা সম্পাদক মো. আরিফুল ইসলাম, পরিবেশ সম্পাদক মো. সবুজ মিয়া, আইন সম্পাদক মো. মজনু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আলমগীর, সাদিয়া আক্তার, সমাজকল্যাণ সম্পাদক গনি মিয়া, তথ্য সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, প্রযুক্তি সম্পাদক আব্দুল মালেক, শালিসী সম্পাদক খালেদা সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক বিপুল সিকদার, স্বাস্থ্য সম্পাদক দীপক বিশ্বাস, হাসান, সাংস্কৃতিক সম্পাদক মো. লাভলু মিয়া, ত্রাণ সম্পাদক মো. জাকিয়ার হোসেন, ধর্মসম্পাদক আলতাফ, দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল দেওয়ান, আইসিটি সম্পাদক দেওয়ান রফিকুল হাসান, প্রচার সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. ইজাজুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক হোসেন, মো. জাকির হোসেন, মো. রনিউর রহমান, রত্না দে, ইসমাইল হোসেন সজল।
উক্ত কমিটির নবনির্বাচিত সভাপতি লাভলু সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমরা জনসাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। সর্বস্তরের মানুষের ন্যায় বিচার করে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ দায়িত্ব ও চেষ্টা থাকবে। সকলের কাছে দোয়া চান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।