জয় বাংলা স্লোগানের দিন শেষ নতুন স্বাধীনতার বাংলাদেশ; সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
মো. শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল-৭, (মির্জাপুর) আসনে বাংলাদেশ বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক এমপি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জয় বাংলা স্লোগানের দিন শেষ নতুন স্বাধীনতার বাংলাদেশ। তিনি আরো বলেন গত জুলাই মাসে ছাত্র আন্দোলনে ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে এডভোকেট মো: হাবিবুর রহমান এর সভাপতিত্তে, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি, মির্জাপুর উপজেলা, বিএনপি। সোহেল ছানোয়ার চৌধুরী রানা,যুগ্ম-সম্পাদক মির্জাপুর উপজেলা, বিএনপি। হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক, মির্জাপুর উপজেলা, বিএনপি। ইব্রাহীম খলিল জিহাদী, ধর্ম বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলা, বিএনপি। মো: ইমরান হোসেন খান, সভাপতি, আনাইতারা ইউনিয়ন, বিএনপি। মো: জুলহাস মিয়া, সাধারণ সম্পাদক, আনাইতারা ইউনিয়ন, বিএনপি। আপ্যায়নে ছিলেন, মো: মাহফুজুর রহমান, অতিথিভাবক সদস্য, ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাবু গৌর চন্দ্র সরকার (গৌরাঙ্গ), সহকারী প্রধান শিক্ষক, ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উক্ত স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।