বিএনপিতে কোন চাঁদাবাজ, জমি দখল, দলে জায়গা নেই: আবুল কালাম আজাদ সিদ্দিকী

বিএনপিতে কোন চাঁদাবাজ, জমি দখল, দলে জায়গা নেই: আবুল কালাম আজাদ সিদ্দিকী

বিএনপিতে কোন চাঁদাবাজ, জমি দখল, দলে জায়গা নেই: আবুল কালাম আজাদ সিদ্দিকী

‎মো. শান্ত মিয়া , টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মির্জাপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটক্তি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে মির্জাপুর সরকারি এস কে পাইলট মাঠ প্রাঙ্গনে উক্ত বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎এতে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক দুইবারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। সকাল থেকেই সমাবেশ সফল করতে মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন। পরে সকলে মিলে পৌর সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন হোসেন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ-আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান জুয়েল, মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না, মির্জাপুর উপজেলা বিএনপি, পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা।