জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ৩৬ জুলাই উদ্‌যাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২০ মিটিনের দিকে ঘোষণাপত্র পাঠ শুরু করেছিলেন তিনি।

বক্তব্যের শুরুতে বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি

এদিকে আজ দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরু হয় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশের গান দিয়ে। এরপর পরিবেশনায় আসে কলরব শিল্পীগোষ্ঠী।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে