মির্জাপুরে ফ্যাসিষ্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মির্জাপুরে ফ্যাসিষ্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মির্জাপুরে ফ্যাসিষ্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

‎মো. শান্ত মিয়া , টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মির্জাপুর উপজেলা শাখা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বিজয়ের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিতরে এসে একত্রিত হয়।

‎এভাবে মির্জাপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একে একে মিছিল নিয়ে সমাবেত হয় অনুষ্ঠানে।

‎উক্ত অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেষ্টুন, ধানের শীষ, দলীয় পতাকা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এসে মিলিত হয়ে শেষ করা হয়।

‎এতে মির্জাপুরে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়।

‎এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক কাউন্সিলর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শওকত আকবর, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ-আলম, আজাহার আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা এবং মহিলা দলের সভানেত্রী স্বপ্না সিদ্দিকা।