মির্জাপুরে ফ্যাসিষ্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত
মো. শান্ত মিয়া , টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মির্জাপুর উপজেলা শাখা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বিজয়ের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিতরে এসে একত্রিত হয়।
এভাবে মির্জাপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একে একে মিছিল নিয়ে সমাবেত হয় অনুষ্ঠানে।
উক্ত অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেষ্টুন, ধানের শীষ, দলীয় পতাকা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এসে মিলিত হয়ে শেষ করা হয়।
এতে মির্জাপুরে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়।
এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক কাউন্সিলর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শওকত আকবর, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ-আলম, আজাহার আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা এবং মহিলা দলের সভানেত্রী স্বপ্না সিদ্দিকা।