আশাশুনিতে ছাত্রশিবিরের উদ্যোগে”জুলাই বিপ্লবের” আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে“জুলাই বিপ্লব” উপলক্ষে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবির এ আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনের আয়োজন করে। থানা সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এইচ আর ডি,প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মোর্তাজা,সাবেক উপজেলা আমির ডাঃ নুরুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ছাত্র শিবিরের উপজেলা অফিস সম্পাদক রেদোয়ান হোসেন,সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান,স্পোর্টস সম্পাদক ওসমান গনি,মিডিয়া সম্পাদক জাকির হোসেন,অফিস সহকারী আলামিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদর্শনীতে খুনি হাসিনার কৃতকর্ম ও শহীদদের আত্নত্যাগ তুলে ধরা হয়।
প্রদর্শনীতে আরও উঠে আসে-২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চিত্র,ফ্যাসিস্ট খুনি হাসিনার দমন-পীড়ন,রাষ্ট্রীয় সন্ত্রাস এবং শহীদদের নির্মমভাবে হত্যার নৃশংস কাহিনি। প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের মাঝে আবেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়,যখন ভিডিওতে দেখানো হয়-কিভাবে নিরস্ত্র ছাত্রদের উপর বর্বর হামলা চালানো হয় এবং কিভাবে শহীদরা বুকের তাজা রক্ত ঢেলে এই আন্দোলন সফল করেন।আলোকচিত্রে প্রদর্শিত হয়-শহীদদের মুখচ্ছবি ও আন্দোলনের মুহূর্তগুলো। আন্দোলনের সময়কার গ্রেপ্তার,নির্যাতনের চিত্র,গণমিছিল,মঞ্চে বক্তৃতা ও জনগণের জাগরণ। আয়োজকরা বলেন-এই প্রদর্শনীর উদ্দেশ্য ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং গণতন্ত্র,ন্যায়ের লড়াইয়ে শহীদদের ত্যাগ স্মরণ করা। খুনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সচেতন করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র-যুব সমাজের বিভিন্ন প্রতিনিধি, স্থানীয় জনতা এবং রাজনৈতিক কর্মীসহ সাধারণ দর্শনার্থীরা।##