আশাশুনিতে ২ ঔষধ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ঔষধ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(৭ আগষ্ট) দুপুর ১.৩০ টায় উপজেলার বুধহাটা বাজারে আদালত পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর নেতৃত্বে উপজেলার বুধহাটা বাজারের বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণার মালিক আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর ‘খ’ ও ‘গ’ ধারায় ২০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।##