কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ হার্ডওয়্যার এন্ড মেশিনারী মার্চেন্টস এসোসিয়েশন ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত ঢাকা সার্কেল কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগষ্ট) রাতে রাজধানীর ফকিরাপুল জোনাকি কনভেনশন হলে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সার্কেল সভাপতি মো. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিগত সময়ে যেভাবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভবিষ্যতে একইভাবে অবদান রাখবেন। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যা মোকবিলা করা সম্ভব। অনুষ্ঠান শেষে ২০২৫-২৭ মেয়াদে নব নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।