কালীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

কালীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

কালীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একই স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও একটি বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ও উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জাকুয়া সুলতানা উপজেলার নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ লালমনিরহাট। কালীগঞ্জ প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইয়েদুল মোফাচ্ছালীন কালীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালীগঞ্জ, লালমনিরহাট।

মোঃ মোবাশশিরুল পরিচালনায় এতে বক্তব্য রাখেন মোছাঃ জাকুয়া সুলতানা উপজেলার নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ লালমনিরহাট।সাইয়েদুল মোফাচ্ছালীন কালীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালীগঞ্জ, লালমনিরহাট। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মুখলেসুর রহমান টুকু। মাছ চাষি সামিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, মৎস্য চাষি, ব্যবসায়ী, স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।