পাথরকাণ্ডে সিলেট জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউএনও ওএসডি

পাথরকাণ্ডে সিলেট জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউএনও ওএসডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটপাট কাণ্ডে জেলা প্রশাসক শের মুহাম্মদ মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহারকে ওএসডি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়জনস্বার্থে এই আদেশ জারি করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে সিলেটে নতুন নতুন জেলা প্রশাসক হিসেবে সারোয়ার আলমকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কোম্পানীগঞ্জের ইউএনওকে ওএসডি করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সাদাপাথর কাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির অন্যতম সদস্য ইউএনও আজিজুন্নাহার ওএসডি হওয়ায় বুধবার তদন্ত রিপোর্ট দাখিল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।