মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার (জেলা) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে পুলিশ লাইনস্ ড্রিল শেডে এই সভার আয়োজন করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ এবং পূর্ববর্তী সভায় উত্থাপিত প্রস্তাবনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে ২০২৫ সালের জুলাই মাসের পারফরম্যান্স মূল্যায়ন করে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) শ্রীমঙ্গল থানার মোঃ আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই শ্রীমঙ্গল থানার অলক বিহারী গুন,শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট সদর ট্রাফিকের কমলেশ বিশ্বাস, এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার সদর মডেল থানার এ এসআই জাহিদুল ইসলাম।
এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে অবদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন; সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয় মৌলভীবাজার সদর থানা (ব্যবসায়ী রুবেল হত্যা মামলা)
শ্রীমঙ্গল থানা (হৃদয় হত্যা মামলা) কমলগঞ্জ থানা (ময়ুর মিয়া হত্যা মামলা) বড়লেখা থানা (আলোচিত ছিনতাই মামলা) এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও এল আইসি বিশেষ পুরস্কার লাভ করে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।