রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান
সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন (১৮-২৪ আগস্ট সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। রবিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এসএম শাহাদাত হোসেন রাজু এর সভাপতিত্বে, উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: শামীম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিদ দেবনাথ, উপজেলা শিক্ষা একাডেমিক সুপার বাইজান অনাদিকুমার কুমার বাহাদুর উপস্থিত ছিলেন।