নন্দীগ্রামে বাঁশো আদর্শ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং এলাকার রাস্তা সংস্কার করেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম বাঁশো আদর্শ ক্লাবের উদ্যোগে বাঁশো,কালাসিংড়া,হরিহারা,দীর্ঘিপাড়া ও দাড়িয়াপুর সহ এলাকার বিভিন্ন জায়গায় গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করেন। অসহায় মানুষের পাশে দাঁড়ান ও বিভিন্ন রাস্তায় সংস্কার করেন।বাঁশো আদর্শ ক্লাব থেকে সব সময় মানুষের সেবামূলক কাজ করেন।বাঁশো আদর্শ ক্লাব একটি অরাজনৈতিক,সামাজিক,উন্নয়নমূলক সংগঠন।বাঁশো আদর্শ ক্লাব স্থাপিত হয় ২০২৪ইং সালে।
ক্লাবের সদস্যরা বলেনঃ আমরা বাঁশো আদর্শ ক্লাব থেকে সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ায় ও উন্নয়নমূলক কাজ করি।এলাকার মধ্যে ক্লাবের উদ্যোগে রাস্তা সংস্কার করেন ও তারা নিজের অর্থ দিয়ে এলাকাবাসী সেবামূলক করে যাচ্ছেন।এই ক্লাব থেকে সব সময় অসহায় মানুষকে সহযোগিতা করেন।বাঁশো আদর্শ ক্লাবকে সকল সদস্যবৃন্দ মিলে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন।আসুন সবাই মিলে হাতে হাত রেখে এই বাঁশো আদর্শ ক্লাবকে এগিয়ে নিয়ে যাই।