লৌহজং উপজেলাআইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
জাকির হোসেন সিকদার: ২৫ আগস্ট সোমবার সকাল ১১ টায়, উপজেলা কমপ্লেক্স ভবনে আইন শৃঙ্খলা কমিটির সভায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেসার উদ্দীনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল আল ইম্রানের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সবার কার্যক্রম শুরু করে এবং বিগত সবার কার্যবিবরণী সিদ্ধান্ত সমূহ তুলে ধরেন। এ সময় বক্তব্য প্রদান করেন, পদ্মা উত্তর থানা ইনচার্জ মোঃ জাকির হোসাইন। লৌহজং থানা ওসি তদন্ত মনিরুজ্জামান তালুকদার, নৌ পুলিশের সহকারী পরিদর্শক মাসুদ হাসান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম মাহবুব সহ আরো অনেকে। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয় তার নির্দেশনা দেন সভাপতি। তিনি আরো বলেন চাঁদাবাজির বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।চাঁদাবাজির সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।এছাড়া লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার অফিসারদেরকে মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন সিকদার সাংবাদিক মোঃ রাকিব শেখ, শহীদ সুরুজ সহ লৌহজংউপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।