কিশোরগঞ্জে বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির কর্মসূচী
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির অগ্রযাত্রা আরেক ধাপে মৎস্যজীবী ও প্রাণী সম্প্রদায়ের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কিশোরগঞ্জ জেলার শাখার সভাপতি একলাছুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়ার তত্ত্বাবধানে নিরাপদ গরুর খামার, নিরাপদ মুরগির ফার্ম ও নিরাপদ মৎস্য খামার, পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম শাহ আলম, জেনারেল সেক্রেটারি রকিব উদ্দিন নয়ন, মুখপাত্র মোস্তাফিজুর রহমান চৌধুরী। ২৯ আগষ্ট-২০২৫ তারিখ কর্মসূচী পালন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী মন্ডল, মুন্সি শাহজালাল, খবির উদ্দিন বাবু, মোশারফ হোসেন মুন্না, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, জসিম উদ্দিন ঢালী, মাসুম বাবু, মিলন তালুকদার, মনির হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফিরোজ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ।
এই পরিদর্শনের মাধ্যমে খামার উন্নয়ন, প্রাণী সম্পদ সংরক্ষণ ও মৎস্যজীবী সম্প্রদায়ের সার্বিক কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, জমিদখল সহ যেকোন ধরনের অপরাধ মুক্ত কল্যানমুলক সমাজ গঠন করাই এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য। অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করা।
বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যান সোসাইটির চেয়ারম্যান এইচ এম শাহ আলম বলেন, এই সংগঠনের কোন সদস্য যদি হাঁস মুরগী, গবাদি পশু ও সৎস্য খামার দিতে চায়, তাহলে সংগঠনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করা হবে