সিদ্ধিরগঞ্জে জমিতে বালু ভরাটের কাজ বন্ধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে জমিতে বালু ভরাটের কাজ বন্ধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে জমিতে বালু ভরাটের কাজ বন্ধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় নিজ জমিতে বালু ভরাট করে কাজ করার সময় দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো: মোজাম্মেল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদার অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো: মানিক(৩৫), মালেক (৩৮) ও মো: রবিউল (৪২)সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন চাঁদাবাজ চক্র।

নামপ্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় ব্যাক্তিরা জানায় এই চাঁদাবাজ চক্রটি স্বৈরাচার আওয়ামী লীগ আমলেও প্রভাব দেখিয়ে বিভিন্ন নিরহ মানুষদের কাছে চাঁদা চেয়ে হয়রানি করতো। কিছুদিন তারা লুকিয়ে থাকলেও আবার মাথা নাড়া দিয়ে উঠছে। তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবী জানান বসবাস রত নিরহ ব্যক্তিরা।

অভিযোগে বাদী উল্লেখ করেছেন, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি আলামিননগর সাকিনস্থ জনৈক কবির মিয়ার বাড়ী সংলগ্ন আমি (মোজাম্মেল হক)সহ আমার পার্টনার মো: রাসেল হোসেন (৩২), পিতা মৃত আইয়ুব আলী, মো: শেখ ফরিদ ভূঁইয়া (৫০), পিতা মৃত হাজী নান্নু ভূঁইয়াসহ মিজমিজি আলামিননগর এলাকায় আমাদের মালিকানাধীন ৫.৭৫ শতাং জমি রয়েছে।

গত (২৯ আগস্ট ২৫) তারিখে আনুমানিক ২:৫০ ঘটিকার সময় উক্ত জমিতে লেবার দ্বারা বালু ভরাট করিতে থাকিলে উপরোক্ত বিবাদীরা সংঙ্গবদ্ধ চাঁদাবাজ বাহীনি নিয়ে কর্মরত লেবারদের হুমকি-ধমকি দিয়ে কাজ করতে বাঁধা প্রদান করে। এমন ঘটনার সংবাদ পেয়ে আমার জমির কাছে গেলে বিবাদীরা আমাদের নিকট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমাদেরকে মারপিট করিতে উদ্যত হয়।

আমরা তাদের দাবীকৃত চাঁদা ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা না দিলে আমাদের জমিতে বালু ভরাটসহ কোন কাজকর্ম করতে দিবে না মর্মে হুমকি দেয়। এবং এ বিষয়ে থানা পুলিশের আশ্রয় নিলে বিবাদীরা আমাদেরকে খুন-জখম করিবে বলে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। এঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এঘটনার অভিযোগ তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই মনির হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।