বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নন্দীগ্রামে কৃষক দলের আনন্দ মিছিল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নন্দীগ্রামে কৃষক দলের আনন্দ মিছিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া-০৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেনের আহ্বানে নন্দীগ্রামে উপজেলা কৃষক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে কৃষক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জড়ো হয়ে এক বিশাল আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা কৃষক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন— নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ রাজিবসহ বিভিন্ন এলাকার কৃষক দলের নেতৃবৃন্দ।