যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতের এ ঘটনায় বাসচালক সজিব ও সুপারভাইজার হাকিমকে পুলিশ গ্রেফতার করেছে। তবে এর হেলপার পালিয়ে গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে শরিয়তপুর থেকে ঢাকাগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস ঢাকা-মাওয়া মহাসড়ক হয়ে শেষ গন্তব্য যাত্রাবাড়ীতে দুই কিশোরী বাদে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর চালক বাস ঘুরিয়ে কেরানীগঞ্জের তেঘরিয়ায় চায়না প্রজেক্টের সামনের কাঁচা রাস্তায় নির্জন স্থানে থামিয়ে জানালার পর্দা নামিয়ে দেয়। এরপর তিনজন মিলে দুই কিশোরীকে টেনে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে সুপারভাইজার হাকিমকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে অভিযান চালিয়ে পুলিশ বাসচালক সজিবকে গ্রেফতার করে। এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে অপহরণ করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

জানা যায়, ওই দুই কিশোরীর পরিবার রাজধানীর কদমতলীতে ভাড়া বাসায় থাকেন। দুই কিশোরী টিকটক করে। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে অচেনা মানুষের সঙ্গে দেখা করতে বাবা-মাকে না জানিয়ে তারা ঢাকা থেকে শরীয়তপুরে গিয়েছিল। সেখান থেকে ঢাকা ফেরার পথে তারা এ ঘটনার শিকার হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন, গ্রেফতার দুজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামি আকাশকে গ্রেফতারে অভিযান চলছে।