জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে এক বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে নূরাল পাগলা নামে পরিচিত এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, “ঈমান-আকিদা রক্ষা কমিটি” নামের একটি সংগঠনের ব্যানারে এ হামলা চালানো হয়। সংগঠনের সদস্য সচিব হলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আইয়ুব আলী খান।
স্থানীয়রা জানান, এ ঘটনা পূর্বপরিকল্পিত। কারণ, গত ৩ সেপ্টেম্বর ওই সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূরাল পাগলার কবর উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, কমিটির সদস্য খন্দকার আবদুল মুহিত, সাইদুল সরদারসহ একাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযোগ রয়েছে, জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম এ ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করেন এবং তাতে হেফাজতে ইসলামের কর্মীরাও যুক্ত ছিলেন। পরিকল্পিত এই হামলাকে ‘তৌহিদি জনতা’র স্বতঃস্ফূর্ত উদ্যোগ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও স্থানীয়দের অভিযোগ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যে থাকা সকল অভিযুক্তকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।