নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। ভোট দিতে গড়ে একজন শিক্ষার্থীর কত সময় লাগছে, নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট দিতে একজন শিক্ষার্থীর গড়ে ছয় মিনিটের মতো সময় লাগছে।
ভোট দিয়ে বের হওয়া কয়েক জন শিক্ষার্থী জানান, যেহেতু আগেই পছন্দের তালিকা সাজিয়ে এনেছিলেন, তাই ভোট দিতে সর্বোচ্চ ছয় মিনিট সময় লেগেছে। যারা আগে থেকে প্রার্থী ঠিক করে আসেনি, তাদের একটু সময় বেশি লাগছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুবিন, ডিজাস্টার সায়েন্স বিভাগের শিক্ষার্থী আফিফা বিনতে আওয়াল ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমাইরা জারিন তালুকদারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এসব তথ্য জানিয়েছেন।
তারা বলছেন, যারা সবগুলো ভোট ঠিক করে আসেননি, তাদের একটু বেশি সময় লাগছে। কারো কারো ৭ মিনিটও লেগে যাচ্ছে। তবে যারা সবগুলো ভোটই ঠিক করে এসেছেন, তাদের ৬ মিনিটের বেশি সময় লাগছে না।
বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।
নিরাপত্তার কারণে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।