এমন ডাকসু নির্বাচন চাই নাই: কাদের

এমন ডাকসু নির্বাচন চাই নাই: কাদের

নিজস্ব প্রতিবেদক: আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে আইডিতে দেওয়া স্ট্যাটাসে কাদের লেখেন, ‘আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে।’

আব্দুল কাদের আরও লেখেন, ‘নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে, অনিয়ম করে সহযোগিতা করেছে।’

উল্লেখ্য, সকাল ৮টায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।