ইউ ল্যাব কেন্দ্র: সাংবাদিক ও পোলিং এজেন্ট ঢুকতে বাধার অভিযোগ

ইউ ল্যাব কেন্দ্র: সাংবাদিক ও পোলিং এজেন্ট ঢুকতে বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভোটকেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাংবাদিক ও পর্যবেক্ষকরা দেড় ঘণ্টারও বেশি সময় কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই পরিস্থিতি দেখা যায়।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির) কেন প্রবেশ বাধা দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে জানাননি। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কেউ আসে নি। আমি কীভাবে বুঝব ঢুকতে পারছে কি না।’

কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, নারী ভোটারদের লাইনে থাকা-এই যুক্তিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনায় ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।