আবিদ আচরণবিধি লঙ্ঘন করেননি: এ্যানি

আবিদ আচরণবিধি লঙ্ঘন করেননি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদ আচরণবিধি ভঙ্গ করেছেন- এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্ট বলা আছে, প্রার্থীরাও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সেই অনুযায়ী আবিদ নিয়ম মেনেই কেন্দ্রে প্রবেশ করেছেন। তাই অভিযোগের কোনো ভিত্তি নেই।’

এ্যানি আরও জানান, ভোটাররা পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন- এই বিধান যেমন আছে, তেমনি প্রার্থীদের জন্যও একই সুযোগ রাখা হয়েছে। ফলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ আইন মেনেই কাজ করেছেন।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যা ইতিহাসে সর্বোচ্চ। নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। এছাড়া ১৮টি হলে মোট ১,০৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩টি পদের বিপরীতে।

ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা চৌকি, সিসিটিভি মনিটরিং, ডগ স্কোয়াড থেকে শুরু করে সোয়াত টিমও মোতায়েন রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের আলোচনায় উঠে এসেছে মূলত তিনটি প্যানেলের নাম- ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস। তবে উমামা ফাতেমা, বামজোট সমর্থিত প্রার্থীসহ কিছু স্বতন্ত্র প্রার্থীও আলোচনায় রয়েছেন।