জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ভিপি প্রার্থী আবিদুল

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ভিপি প্রার্থী আবিদুল
ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে‌ই প্রতিফলিত হয়, তাহলে বাংলাদেশপন্থীদের ভূমিধ্বস বিজয় অবশ্যম্ভাবী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন ‌ তিনি।
আবিদুল ইসলাম খান বলেন, গতকাল আমার সব অনলাইন কর্মকাণ্ডের ওপর সাইবার অ্যাটাক করা হয়েছে। আজকে সকাল থেকে আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ছে যে, আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করেছি। এমনকি রিটার্নিং কর্মকর্তা এমনটা বলেছেন। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজনের চরম ব্যর্থতা দেখিয়েছে।
ভোট কারচুপির অভিযোগ দিয়ে তিনি বলেন, অমর একুশে হলে গিয়েছি সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবে আশা রাখেনি। আমাদের পোলিং এজেন্টদের সকাল থেকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্যানেলের নম্বর সিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি। ভোট কেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।
সতর্কবার্তা দিয়ে আবিদ বলেন, যদি এক‌ইভাবে ভোট গণনার ক্ষেত্রে ম্যানুপুলেট করার চেষ্টা করা হয় এবং যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মত প্রকাশকে বিশ্বাস করেন না, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন না তারা যদি ভোট ম্যানুপুলেট করার মধ্য দিয়ে নির্বাচনের ফলাফলকে ব্যহত করার চেষ্টা করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদের প্রতিহিত করবে।