নারায়নগঞ্জের ৩টি নিষিদ্ধ পলিথিন কারখানার মালিক রহমান

নারায়নগঞ্জের ৩টি নিষিদ্ধ পলিথিন কারখানার মালিক রহমান

নারায়নগঞ্জের ৩টি নিষিদ্ধ পলিথিন কারখানার মালিক রহমান

স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জের ফতুল্লা দেলপাড়া এলাকায় অবাধে তৈরি করা হচ্ছে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন। তাই দ্রুত নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গুলো উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, মো: রহমান দেলপাড়া টাওয়ারপাড় এলাকায় ৩টি বাড়ী ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গড়ে তোলেন। তিনি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নিষিদ্ধ পলিথিন কারখানাটি চালাচ্ছেন।

কারখানা সূত্রে জানা গেছে, প্রথমে পুরোনো প্লাস্টিক, কনটেইনারসহ বিভিন্ন ভাঙারি আসবাব থেকে পলিথিন তৈরির কাঁচামাল উৎপাদন করা হয়। পরে ওই কাঁচামাল গলিয়ে পলিথিনে রূপান্তর করা হয়। আর এই কাজ করতে সৃষ্টি হয় এক অদৃশ্য ক্ষতিকর গ্যাসের।

জানা গেছে, ওই কারখানায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন তৈরি করা হয়। এসব পলিথিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করা হচ্ছে। কারখানার পলিথিন তৈরির গন্ধ ও দূষিত বাতাসে শ্বাসপ্রশ্বাস, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজসহ সৃষ্টি হতে পারে প্রাণঘাতী ক্যানসারের। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধা ও গর্ভবতী নারীরা।

পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকার বিষয়টি স্বীকার করে কারখানার মালিক রহমান বলেন, ‘পলিথিনের ব্যাগ সব জায়গায় চলে। সারা দেশে পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি।’

বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোবারক হোসেন বলেন, ‘নিষিদ্ধ পলিথিনের কারখানার তথ্য পেয়েছি। দ্রুতই অভিযান চালিয়ে ওই কারখানা গুলো উচ্ছেদ করা হবে।