আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্পাফুল দল চ্যাম্পিয়ন

আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্পাফুল দল চ্যাম্পিয়ন

আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্পাফুল দল চ্যাম্পিয়ন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদরের শ্রীকলসে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্পাফুল ফুটবল একাদশ,আশাশুনি যুব স্পোর্টস একাডেমিকে ২-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রীকলস বালুর মাঠে”শ্রীকলস যুব স্পোর্টস একাডেমির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে চম্পাফুল ফুটবল একাদশ বনাম আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ মুখোমুখি হয়।হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলার প্রথমার্ধে আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ এক গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে চাম্পাফুল ফুটবল একাদশ পর পর ২ গোল করে চ্যাম্পিয়ন হয়। আশাশুনি সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ন্যাসী মন্ডল,সমাজ সেবক গাউসুল আজম শেখ,থানার এসআই হাবিবুর রহমান,এস আই হাবীব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশ,সাতক্ষীরা নির্বাচন অফিসের আব্দুল আজিজ,ব্যবসায়ী রবিউল ইসলাম,অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলাম,আশাশুনি প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান,মোঃ সোলাইমান হোসেন,ক্রীড়া শিক্ষক আছাদুল ইসলাম,শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন-ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান,ইয়াছিন আরাফাত ও রামপ্রসাদ মন্ডল। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-কবিরুল ইসলাম শেখ,আবু বকর সিদ্দিক,আল আমিন হোসেন,সেলিম রেজা,আরিফুল ইসলাম,হযরত আলী,রাজা প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।খেলা শেষে চ্যাম্পিয়ন,রানার্চাপ দল,ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা সিরিজ প্লেয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবর্গ।