আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান। এ সময় ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম,মাওঃ জোবায়ের হোসেন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন দ্বায়িত্বশীল উপস্থিত ছিলেন। সমাবেশে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের করণীয়,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিন বিকাল ৪টায় উপজেলার কুল্যা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুরুপ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা সহ-সেক্রেটারী মাওঃ আঃ বারী প্রমুখ বক্তব্য রাখেন।##