রাঙ্গাবালীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণ সমাবেশ
সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৩ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত-প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুমের নির্বাচনী গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টা ৩০ এর সময বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা শাখার আয়োজনে ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে. প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সার। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম, নির্বাচনী আসন পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলাপাড়া নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ফারুক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে জামায়াত সবসময় অঙ্গীকারবদ্ধ। তাই গণমানুষের সমর্থন নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।” উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয় নেতা- কর্মী ও সমর্থকরা এ সমাবেশে যোগ দেন।