আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা জামায়াত কার্যালয় চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,উপজেলা কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ। এ সময় ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম,মাওঃ জোবায়ের হোসেন,শ্রমিক নেতা মাছুম বিল্লাহ খাঁন সহ উপজেলা ও ইউনিয়ন দ্বায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি বলেন-যুব সমাজ,ওলামায়ে কেরাম সকলে মিলে সকল জায়গা থেকে কেন্দ্রীয় নির্দেশনায় আল্লাহর দ্বীন ও ইসলাম একটি বৈষম্যহীন সমাজ,মানবিক সমাজ,কোরআনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আজ আমরা এই বাংলাদেশে দীর্ঘ ৫৪ বছর নির্যাতনের যাতাকলে পিষ্ট হয়ে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি,আপনাদেরকেউ করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।##