আশাশুনির শ্রীউলা থেকে ৬৮ পিস উইনসিরেক্স সিরাপ উদ্ধার
আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা থেকে ৬৮ পিচ নেশাদ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়ছে। উদ্ধারকৃত সিরাপ থানা হেফাজতে রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান,ডিজিএফআইয়ের তথ্য অনুযায়ী শুক্রবার(১৯ সেপ্টেম্বর)১২:৪৫ ঘটিকায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের চৌধুরী মোড়ের ব্রিজের নীচ থেকে এলাকাবাসীর সহযোগিতায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ৬৮ পিচ নেশাদ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত উইনসিরেক্স সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মাল কার,কোথায় যাচ্ছিল তথ্য উদঘাটনের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।#