আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে অভ্যর্থনা ও বিদায়ীদের বিদায়ী সংবর্ধনা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের যোগদান উপলক্ষে অভ্যর্থনা এবং সাবেক ৩ স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা,১জন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক,২জন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী ও১জন অফিস সহায়ককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আশাশুনি স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল,সাইফুল্লাহ হাসান এবং সি এইচ সি পি আরেফিন সরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-নবাগত উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার,সাবেক স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক,স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা,স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম,অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ)বাবু রমেশ চন্দ্র মন্ডল,অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম,অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী বাবু সুভাষ চন্দ্র মন্ডল,অবসরপ্রাপ্ত অফিস সহায়ক মোঃ আলতাফ হোসেন,সিনিয়র স্টাফ নার্স রাজিয়া সুলতানা,সহকারি স্বাস্থ্য পরিদর্শক গোলক চন্দ্র বিশ্বাস,স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা,স্বাস্থ্য সহকারী সাইফুল কবির ও সারাবান তহুরা উষা,সিএইচসিপি বজলুর রহমান,সাইফুজ্জামান সাগর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক রহমত আলী এবং গীতা পাঠ করেন স্বাস্থ্য সহকারী কাজল কৃষ্ণ মন্ডল।
স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।##