তেজগাঁও কলেজে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা 

তেজগাঁও কলেজে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা 

তেজগাঁও কলেজে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা 

ফারুক শেখ:

তেজগাঁও কলেজে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ওয়ালিদুন নুর আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আহমেদ সাদিক অপূর্ব।

এছাড়াও কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: মো: রাকিবুল ইসলাম রানা,‌সহ-সভাপতি: শেখ রিয়াদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আরাফাত হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক: মো: আশিকুল ইসলাম আশিক ও মোঃ আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ মোকছেদুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক: মোঃ জিসান হাসান জনি, প্রচার সম্পাদক: মোঃ সোহেল রানা, সদস্য: আদনান আল ফারাহ। কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেন, তারা কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।