কেরানীগঞ্জে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইমরান আল রাফি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিন্দা খান (১৯) নামে ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভার ভিউয়ের এ-ব্লকের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ৩য় তলার এ-৩ ফ্ল্যাটের পূর্ব পাশের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নিন্দা খান ভারতের রাজস্থান প্রদেশের পিরোয়া ঝালয়ার এলাকার আব্দুল আজিজ খান ও ফাহিদা খানের মেয়ে। তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে পড়াশোনা করছিলেন।
জানা যায়, শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় নকলের অভিযোগে নিন্দাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার অপমান ও মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, “প্রাথমিকভাবে আলামত অনুযায়ী এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। রাত আড়াইটা থেকে ভোর ছয়টার মধ্যে যেকোনো সময়ে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। তবে পরীক্ষার ঘটনায় অপমানের কারণেই কি সে আত্মহত্যা করেছে, নাকি অন্য কোনো কারণে—তা তদন্তের পর জানা যাবে।”