জিয়াউর রহমান — আতিকুর রহমান তুমি ছিলে সাহস এক অন্ধকারে দীপ্ত শিখা, স্বাধীনতার ডাকে তুমি ছিলে প্রথম আহ্বানিকা। মাঠে, ময়দানে, বুলেটের ঝড়ে, ঘুমহীন চোখে রেখেছিলে স্বাধীনতার অগ্নিকথার তরে। তুমি বলেছিলে— “আমি প্রোক্লেম করি স্বাধীনতা”, সেই শব্দে কেঁপে উঠেছিল শত সহস্র